বোরহানউদ্দিনে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা।।

 

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ মুজিববর্ষের অঙ্গীকার’ পুলিশ হবে জনতার, স্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলার স্বর্ণ শিল্প ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বোরহানউদ্দিন থানা কমপ্লেক্সে অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় স্বর্ণ চোরাচালান বন্ধ ও বিভিন্ন চোর প্রতিরোধ মুলক বক্তব্য দেওয়া হয়।প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)মোঃ জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিদর্শক তদন্ত মোঃ আব্দুল্লাহ আল (মামুন) এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন বাজার মসজিদের ইমাম মাওলানা মোঃ মিজানুর রহমান, পৌর আ’ লীগ সভাপতি আহসান পাটোওয়ারী, কাউন্সিল সেলিম রেজা,জোহেব হাসান, স্বর্ণ শিল্প ব্যবসায়ী সমিতির সভাপতির বিল্টু দাস,সম্পাদক নুরউদ্দিন,বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, যুবলীগ সাধারণ সম্পাদক ইসমাইল খান। এসময় বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাবের সভাপতি এইচ.এম.এরশাদ সহ স্বর্ণ শিল্প সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

SHARE