বোরহানউদ্দিনে শালিস বৈঠকে হামলা” ঘর ভাংচুর ” আহত -৩

 

 

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনায় শালিস বৈঠকে মেম্বারের উপস্থিতিতে হামলায় চানমিয়ার ছেলে আবু তাহের (৫৫), আবু তাহেরের ছেলে রাকিব (২২) ও মেয়ে রুমা (২৫) গুরুতর আহত হয়েছে। এসময় তাদের ঘর ভাংচুর করা হয়। রবিবার সন্ধ্যায় বৈদ্যের পোল এলাকার চকিদার বাড়িতে হামলার ঘটনা ঘটে। স্থানীয় মেম্বার দ্বীন ইসলাম এর নেতৃৃত্বে শালিস বৈঠক চলার সময় পরিকল্পিত ভাবে হামলা চালায় একই এলাকার আবুর ছেলে জুয়েল (৩০), হজু রাড়ীর ছেলে সিরাজ মেস্ত্রী(৬০), কালুর ছেলে আবু (৬০), আবুর ছেলে সোহেল (২৫), হারুনের ছেলে পারভেজ (২২), আবু মাদ্দারের ছেলে মাফু (২৫) সহ অজ্ঞাত ২০ জন। আহতদেরকে স্থানীয় লোক উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে। আহত রাকিব জানান, রবিবার সন্ধ্যায় মটর সাইকেল যোগে আমার বোন জামাই ও বোন সহ আমার শশুর বাড়িতে রওয়ানা দেই। বাড়ি থেকে রাস্তায় আসলে একটি ব্যাটারিচালিত অটো রিক্সা আমাকে ধাক্কা দেয়। পরে আটো চালক তার অপরাধ শিকার করে ক্ষমা চেয়ে চলে যায়। কিছুক্ষণ পরে আরেক অটো চালক জুয়েল এসে আমাদের সাথে খারাপ আচরন করে। বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বার দ্বীন ইসলাম কিছুক্ষন পরে চৌকিদার বাড়িতে শালিস বৈঠকের আয়োজন করে। সেখানে আমরা উপস্থিত হওয়ার পরে মেম্বারের উপস্থিতিতে আমাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আমার গলায় থাকা এক বড়ি ওজনের স্বর্ণের চেইন আট আনা ওজনের একটি আংটি ও বোনজামাইর গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায় হামলা কারীরা। এসময় আমার দাদীর ঘরটি ভাংচুর চালায় তারা। এব্যপারে হামলাকারী জুয়েল গংদের কাছে জানতে চাইলে তাদেরকে খুঁজে পওয়া যায়নি।স্থানীয় দ্বীন ইসলাম মেম্বার জানান, শালিস বৈঠকে দুই গ্রুপের মধ্যে মারা মারি হয়। আমরা তাদের মারা মারি ছাড়িয়েছি। বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

SHARE