বিশেষ প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস্য অভায়াশ্রমে মাছ ধরার অপরাধে মঙ্গলবার তেঁতুলিয়া নদী থেকে এক যৌথ অভিযান চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি মাছসহ ২ জেলেকে আটক করা হয়। আটককৃত জেলেদের উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট আব্দুল কুদ্দুস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫দিন করে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন সাচড়া ০৬নং ওয়ার্ড ও বাউফল চন্দ্রদীপ এলাকার বাসিন্দা মোঃনুরনবী (৩৮) ও মোঃহুমায়ুন (৪০)।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহী জানান, ছোট মাছ সংরক্ষনের জন্য সরকার মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মৎস অভায়াশ্রমের মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সকল প্রকার মাছ ধরা, ক্রয়, পরিবহন ও মৌজুদ নিষেদ্ধ ঘোষনা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করায় এক যৌথ অভিযানে এদেরকে আটক করা হয়। আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনিষ্ট করা হয়। ও মাছ গরীবদের মাঝে বিলি করা হয়।