বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে হাওলাদার মার্কেট সংলগ্ন মুন্সি বাড়ির জাফরের ছেলে মাহিম (৯) ও একই এলাকার রাকি (২০), ছুমাইয়া আক্তার (৬) কুকুরের কামড়ে গুরুতর জখম হয়েছে। শুক্রবার দুপুরে দলবদ্ধ কুকুর এসে তাদেরকে কামড় দিয়ে গুরুতর জখম করে। আহতদেরকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভ্যাকসিনসহ প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা সেবা নেওয়ার পরে তারা তাদের বাড়িতে অবস্থান করছে। স্থানিয় হাওলাদার মার্কেটের ব্যবসায়ী মজিবল হক জানান, পৌর এলাকায় দলবদ্ধ কুকুর দৌড়াদৌড়ি করছে। কুকুরের উৎপাত বেড়েছে। শিশুসহ ৪ জনকে কুকুরে কামড় দিয়েছে। উপজেলা সড়কের কুকুর গুলো বিভিন্ন এলাকায় গিয়ে ছাগল, গরুসহ মানুষকে কামড়াচ্ছে। আমরাসহ পৌর এলাকার মানুষ কুকুর আতংকে রয়েছি।পৌর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোহাগের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে পৌরসভা থেকে কুকুর মারা হত। বর্তমানে কুকুর মারা নিষিদ্ধ। তবে কুকুরে কামড়ানোর বিষয়ে আমার কোন মতামত নেই। অন্যদিকে উপজেলা সড়কের পথচারীরা জানান, উপজেলা সড়কে দলবদ্ধ কুকুর রাস্তায় শুয়ে থাকে। রাতে বাসায় যাওয়ার সময় ওই কুকুর গুলো মানুষকে ধাওয়া করে কামড় দেওয়ার চেষ্টা করে। তবে কুকুর আতংকে রয়েছে পৌর এলাকার মানুষ।