মানূষ মানুষের জন্য।। করোনা ভাইরাস মোকাবেলায়
ফয়সাল আহমেদ, বোরহানউদ্দিন(ভোলা):
ভুপেন হাজারিকার সেই কালজয়ীগান মানুষ মানুষের জন্য , জীবনের জন্য, একটুকি সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। চারদিকে আজ করোনা ভাইরাস অাতঙ্ক। সারাদেশ লকডাউন। খেটে খাওয়া মানুষগুলোর খাবার ও প্রয়োজনীয় ঔষধ দরকার। কিন্তু কিছু সামাজিক দায়বদ্বতা সমাজের প্রত্যেকটি মানুষের রয়েছে। এই সামাজিক দায়বদ্বতায় বর্তমানে করোনা ভাইরাস এর সতর্কর্তা ও গনসচেতনায় সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্ঠাকরে যাচ্ছে সাচড়া ইউপির গরীবের চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা। করোনা ভাইরাস নিয়ে জনগন কে সচেতন করতে ইউপির এক প্রান্ত অপর প্রান্তে ছুটে চলছেন দিনরাত। নিজে মাইকিং করে জনগনকে সচেতন করছেন।যে কোন জাতীয় দূর্যোগ হয় তখন গরীবের এই চেয়ারম্যান জনগনের পাশে থাকে। যখন বাংলাদেশে প্রলংকারী ঘূর্নিঝড় সিডর অাঘাত হানে তখন অামি সহ ভোলার NTV এর সাংবাদিক অাফজাল ভাই রাত ১টার দিকে সাচড়া এলাকায় গিয়ে তাকে থ্রি কোয়াটার প্রান্ট, হাতে টর্চ লাইট সহ এলাকার মানুষের খোজ নিতে দেখি। অাজও দেখলাম অন্যান্য ইউপির চেয়ারম্যাগন এই অাপদকালীন সময়ে নিশ্চুপ তখন গরীবের চেয়ারম্যান হিসেবে খ্যাত মহিবুল্লাহ মৃধা নিজে মাইকিং করে জনগনকে সচেতন করছেন এবং সাচড়া ইউনিয়নে করোনা ভাইরাসে গৃহে অবস্থানকারী অসহায় ৪৯টি পরিবারের মধ্যে সরকারি ত্রাণ বিতরন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত ত্রাণ ভোলা ২ অাসনের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে অসহায় দরিদ্র খেটে খাওয়া পরিবার গুলোর হাতে পৌছে দেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাচড়া ইউপির চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা সহ অন্যান্য সরকারী কর্মকর্তা সহ ইউপির বিভিন্ন সংগঠনের অা”লীগ নেতাগণ।
এ সময় প্রতি পরিবারকে ১০কেজি চাল ৫কেজি আলু ২কেজি মশুর ডাল ১ কেজি লবন প্রদান করা হয় ৷ করোনা ভাইরাসে দেশের এই দূর্যোগ মুহূর্তে সরকারি ত্রাণ পেয়ে খুশি হয়েছে সাহায্য পাওয়া অসহায় মানুষ গুলো ৷ এদিকে মহিবুল্লাহ মৃধা বলেন যতদিন এই ভাইরাস সংক্রমনের অাশঙ্কা থাকবে অামি তাদের সুখে দুখে যে কোন সম্যসায় পাশে অাছি থাকব এবং অামার সাধ্যমত তাদের উপকার করার চেষ্ঠা করব।