বিশেষ প্রতিনিধিঃ
ভোলায় বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউপি চেয়ারম্যান মো: মানিক হাওলাদারের বড় ছেলে আ’লীগ নেতা মো: মিজান হাওলাদার (৪৮) ২৩ মার্চ শনিবার ভোর ৫.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি…রাজিউন)। ২৪ মার্চ রবিবার সকাল ১০টায় উপজেলার হাসান নগর ইউনিয়নের মির্জাকালু বাজারে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে আ’লীগ নেতার মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার প্রমূখসহ হাসাননগর ইউপি পরিষদের সদস্য বৃন্দ ও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।