বোরহানউদ্দিনের রাসেল’কে চট্রোগ্রামে পাওয়া গেছে

 

বিশেষ প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিনের ছেলে রাসেল কে চট্রোগ্রামের বন্দর এলাকায় পাওয়া গেছে। সে কোন ঠিকানা ঠিকমত বলতে পারছেনা। কেবল মাত্র বোরহানউদ্দিনের মনিরামপুরের দক্ষিন পশ্চিম টবগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস থ্রির ছাত্র হিসাবে পরিচয় দিচ্ছেন। আর ওই স্কুলের বাদশা স্যারের নাম বলছেন। সে এখন বন্দর চট্রোগ্রামের রবিউল এর কাছে আছেন। রবিউলের  যোগাযোগের মোবাইল নাম্বার ০১৭৩১৩৬৬৯৮৬।

SHARE