বৈধ ভিসা, পাসপোর্ট থাকলে ৩১শে আগস্টের পরও বিদেশ যেতে পারবেন আফগানরা

অনলাইন ডেস্কঃ তালেবান মুখপাত্র ড. সুহেইল শাহিন বলেছেন, বৈধ ভিসা, প্রয়োজনীয় কাগজপত্র থাকলে ৩১ শে আগস্টের পরও আফগানরা বিদেশে যেতে পারবেন। এ জন্য তিনি জনগণকে দেশে অবস্থান করে, দেশ গঠনের আহ্বান জানান। ৩১ শে আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সব সেনা প্রত্যাহারের কথা রয়েছে। তার আগেই ওইসব সেনাদের সহায়তা করেছিলেন যেসব আফগান, তারা দেশ ছেড়ে যেতে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন। সেখানে এক বিশৃংখল অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সেনা প্রত্যাহারের ডেডলাইন ৩১ শে আগস্ট থেকে বর্ধিত করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাকে এমন অনুরোধ জানানোর কথা বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। এ নিয়ে ড. সুহেইল শাহিন বলেছেন, ওই সময় আর বাড়ানো হবে না। ওই সময়সীমা হলো রেডলাইন। তিনি এর প্রেক্ষিতে বলেছেন, যাদের কাছে পাসপোর্ট আছে তাদেরকে দেশ ছাড়ার ক্ষেত্রে আমরা কোনো বাধা দেবো না। যেকোন সময় তারা বাণিজ্যিক ফ্লাইটে দেশ ছাড়তে পারবেন। আমরা চাই তারা দেশেই থাকুন।
SHARE