বোরহানউদ্দিনে ১৫০ পরিবারের পাশে দাড়ালো সামাজিক সংগঠন “মানবতার বাতিঘর
ফয়সাল অাহমেদ, বোরহানউদ্দিন(ভোলা):
বোরহানউদ্দিন সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও কর্মহীন ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে সামজিক সংগঠন মানবতার বতিঘর। এই সংগঠনটি বোরহানউদ্দিনে বিভিন্ন মসজিদ ও মাদ্রসার উন্নয়ন কাজে সাহয্য সহযোগিতা করে অাসছিল। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাস এর কারনে কর্মহীন অসহায় পরিবার গুলোর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে সংগঠনের সদস্য মো: রাকিবুল ইসলাম, মো: মাইনুল হক, জাকির হোসেন,ফখরুল আখন, সবুজ আখন,সবুজ বদ্দার, কামরুল বিশ্বাস,বাবলু সহ অন্যান্য সদস্যদের মাধ্যমে ত্রান বিতরণ করা হচ্ছে। বাতিঘর এর সদস্য রাকিবুল ইসলাম বলেন বর্তমানে করোনা ভাইরাসের’ কারনে কর্মহীন হয়ে পড়ায় বহু দরিদ্র মানুষ কঠিন সময় পার করছে। অসহায় এসব পরিবারের প্রতি সহানুভূতি জানানোর জন্য আমাদের এ ক্ষুদ্র আয়োজন। প্রতিটি পরিবারের জন্য১০ কেজি চাল,১ কেজি ডাল,১ লিটার সয়াবিন তৈল,১ কেজি পেয়াজ, ২ কেজি আলু,১ টা সাবান দেয়ার পাশাপাশি খাদ্য সামগ্রী দেয়া পরিবারগুলোকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনা করার চেষ্টা করেছি।