বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ এর মৃত্যুতে ড.শান্ত’র শোক।।

মনজু ইসলাম।। বীর মুক্তিযোদ্ধা,সাবেক বাংলাদেশ ছাত্রলীগ ভোলা মুহকমা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ফরিদ ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।বীর যোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত।ড.শান্ত তার ভেরিফাই ফেইসবুক একাউন্টে লিখেছেন ,আজ ভোলার বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ চাচা ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বিশ বছর ধরে চাচা আমার পাশে একজন অবিভাবকের মত ছিলেন। তার জীবনটা ছিল সংগ্রামে ভরা, ছিল সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিয়ে চিন্তায় ভরা।তিনি সব সময় একটা ভালো সমাজ করার জন‌্য রাজনীতি করেছেন। চাচার থেকে মহান মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন বিষয় জানার সুযোগ পেয়েছিলাম। চাচার ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি, l চাচা সব সময় ছেলের মত ডাক দিতেন, সব সময় আমাকে নাম ধরে শান্ত বলে ডাক দিতেন, চাচা আমাকে ভালো বাসতেন, আমি ও চাচাকে আমার অবিভাবক হিসেবে মনে করতাম।তিনি আরো বলেন,আমার বাবা মরহুম নাজিউর রহমান মঞ্জুর প্রতি ছিল তার অগাত ভালোবাসা ও বিশ্বাস। তার স্মৃতির প্রতি তার ছিল শ্রদ্ধা।শেখ ফরিদরা কখনো মারা যায় না। শেখ ফরিদ চাচা ভোলার রাজনীতিতে সারা জীবন বেচে থাকবে, কারন তারা ভালো মানুষ। তাদের স্মৃতি কাউকে না কাউকে অনুপ্রেরনা দিবে। শেখ ফরিদ চাচা ভোলার রাজনীতিতে একজন শ্রেষ্ঠ সন্তান। আমি আশা করি আমরা সকলে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো, তার ভোলাকে নিয়ে যে স্বপ্ন ছিল আমরা পূরন করবো, এবং আশা করি আগামী প্রজন্ম তার মত বীর সন্তান আরো জন্ম দিবে। আপনারা আমার শেখ ফরিদ চাচার জন‌্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE