বিশ্বকাপের ফাইনালে বৃষ্টির আশঙ্কা।।

অনলাইন ডেস্ক।। চলতি বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাবর আজমরা।দ্বিতীয় সেমিফাইনালে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। এই দুই দলের মধ্যে যেকোনও একটি প্রতিপক্ষ হবে পাকিস্তানের। আগামী রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এদিকে, অস্ট্রেলিয়া সরকারের আবহাওয়া ব্যুরোর এক বার্তায় বলঅ হয়েছে, রবিবার মেলবোর্নে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এতে বলা হয়েছে, “আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল (৯৫ শতাংশ)। বজ্রসহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ-পূর্ব শহরতলিতে ভারী বৃষ্টিপাত হবে। দিনের বেলায় উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে ১৫ থেকে ২০ কিমি/ঘণ্টা ও পশ্চিমে উত্তর-পশ্চিম দিকে ১৫ থেকে ২৫ কিমি/ঘণ্টা বেগে বাতাস বইতে পারে।” সূত্র: জিও টিভি
ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE