জরুরী রক্ষনাবেক্ষন কাজের জন্য আগামীকাল মংগলবার (২০/১০/২০২০ ইং) বাংলাবাজার, দৌলতখান, চরপাতা, কমরউদ্দিন, মানিকা, কাজিরহাট,বটতলা, রাড়িরহাট, গজারিয়া, শান্তিরহাট, খায়েরহাট, জয়নগর, দীঘলদি, নুরমিয়ার হাট প্রভৃতি ও আশপাশের এলাকাতে বিদ্যুৎ সকাল ৭.০০ টা হতে দুপুর ২.০০ টা পর্যন্ত বন্ধ থাকবে।