বিএনপিতে আসতে রিজভীর প্রস্তাবে কাদেরের বিরক্তি

ডেস্ক: অনলাইন, ভোলানিউজ.কম,

বিএনপিতে যোগ দিতে রুহুল কবির রিজভী প্রস্তাবে বিরক্তি প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, এ নিয়ে কথা বলার ইচ্ছা তার নেই।

শুক্রবার দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন ক্ষমতাসীন দলের নেতা। এ সময় তাকে রিজভীর বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

আগের দিন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র রিজভী বলেন, ‘খামোখা আওয়ামী লীগে থেকে তার লাভ কী, বরং ওবায়দুল কাদের সাহেবকে বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগ নেতা বলেন, ‘পাগলে কী না বলে, ছাগলে কি না খায়। ওর (রিজভীর ) কথার জবাব দেওয়ার ইচ্ছা আমার নেই।’

অন্য এক প্রশ্নে কাদের বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেলে থাকার সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই। এটা আদালতের দ-। এখানে সরকারের কিছুই করণীয় নেই। এটা আদালতে বিষয়, লিগ্যাল মেটার।’

‘খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা হয়েছে। এ মামলা নিয়ে আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করা একেবারে অসৎ। আওয়ামী লীগ সরকার এখানে কোনোভাবেই জড়িত নয়।’

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদ- নিয়ে কারাগারে যান খালেদা জিয়া। তাকে এক সপ্তাহের মধ্যে মুক্ত করার ঘোষণা দেওয়া বিএনপি এক বছরেও কিছুই করতে পারেনি।

বিএনপির অভিযোগ, সরকারের হস্তক্ষেপে তারা কারাগার থেকে তাদের নেত্রীকে মুক্ত করতে পারছেন না। এ বিষয়টি জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির বুদ্ধিজীবীর ভাষায় তারা এখন হাঁটুভাঙা দল। নির্বাচনে পরাজয়ের পর তারা যে ভাবে প্রলাপ বকছে এতে মনে হয় তাদের মাথা বিগড়ে গেছে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

(আরজে, ৮ফেব্রু-২০১৯ইং)

SHARE