//মো: আশরাফুল আলম// সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়য়ে অবশেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। পুর্বে জারিকৃত প্রজ্ঞাপনে ২৬ এপ্রিলের পরিবর্তে আগামী ২০ এপ্রিল/২০২২ পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে এবং পুরো রমজান মাসজুড়ে সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) স্কুল-কলেজ বন্ধ থাকবে। ০৪ এপ্রিল/২০২২ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ।তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। শুধুমাত্র রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।