টিপু সুলতান।। ভোলার মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারন সম্পাদক আনোয়ার পাশা বিপ্লব তালুকদার এর বাবা ও আনোয়ার হোসেন শামীম স্যার এর শশুর অবসরপ্রাপ্ত শিক্ষক বাসু স্যার গত রাতে ঢাকায় মৃত্যু: বরন করেন। তার মুত্যুতে ভোলার শিক্ষক সমাজ গভীর শোক প্রকাশ করেন।ভোলার রাজনৈতিক,সামাজিক, সাহিত্যিক ও সামাজিক সংঘঠন এই শিক্ষা গুরুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এই আদর্শ শিক্ষকের মৃত্যুতে ভোলানিউজ পরিবারও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। বাদ আসর পরান গঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থান তাকে দাপন কর্ হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।