জয় দেঃ
ভোলা নিউজের বার্তা সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমীন এম তাওহিদের শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভোলা নিউজ পরিবার। ভোলা নিউজের প্রধান সম্পাদ অধ্যক্ষ রফিকুল ইসলাম ও প্রকাশক সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম আজ এক বার্তায় আল আমীনকে জন্মদিনের শুভেচ্ছার সাথে সথে তার ও তার পরিবারের মঙ্গলকামনা করে বলেন, আল আমীন ভোলার মানুষের উন্নয়ন আশা প্রত্যাশা ও নানা অসংগতি নিয়ে লেখে এই জনপদের অসহায় মানুষের আপনজনে পরিনত হয়েছেন। আগামীতেও তার লেখায় অসহায় ভোলা দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের সহায়গ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।