বানিয়াচং সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।।

 

সাজ্জাদ বিন লাল, জেলা প্রতিনিধি হবিগঞ্জ।।বৃহস্পতিবার (৭ জুন) বানিয়াচং সড়কের শরীফ উদ্দিন রোড ও সুটকী ব্রীজের মাঝামাঝি অইলা ভাঙ্গা ব্রীজ এলাকায় এক মিনি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মানিক মিয়া (৫৫)নামের এক প্রবাসী ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।নিহত ব্যাক্তি বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিন পূর্ব ইউনিয়নের জাতুকর্নপাড় মাইজের মহল্লার মৃত ছমদ উল্লার পুত্র। জানাযায়,৭জুলাই দুপুরে প্রবাসী মানিক মিয়া বাড়ী থেকে তার নাম্বার বিহীন মোটরসাইকেলযোগে সুটকী ব্রীজের পাশে তার ছেলের মাছ ধরা দেখতে যাচ্ছিলেন।এ সময় হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী মিনি টাটা(ডিআই)একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান মানিক মিয়া(৫৫)। এসময় ঘাতক গাড়ী ও অজ্ঞাত ড্রাইভার পালিয়ে যায়।খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরান হুসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।এছাড়াও ঘাতক ট্যাক ও ড্রাইভারকে আটক করতে তারা অভিযান চালিয়ে যাচ্ছেন বলেও জানান। এসম সড়কে যানজটের সৃষ্টি হলে তিনি সড়কের যান চলাচল স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসেন বলেও জানান।

SHARE