সাজ্জাদ বিন লাল হবিগঞ্জ প্রতিনিধি।।
খাদ্য সামগ্রী বিতরণের পর এবার বানিয়াচংয়ে বাসদ ও উদীচীর যৌথ ত্রাণ কমিটির সহযোগিতায় বন্যার্তদের মাঝে কাপড় বিতরণ করেছেন বানিয়াচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।আজ ২৬ জুন ৬ষ্ঠ দিনের মতো বাসদ-উদীচীর দ্ধারা বানিয়াচং উপজেলার বুরুজপাড়া, ঘাগড়াকোনা ও বিজয়নগর গ্রামের দেড় শত নারী-পুরুষ-শিশুদের মাঝে উন্নতমানের নতুন কাপড় বিতরণ করা হয়।বাসদ-উদীচী দ্বারা বিতরণের জন্য ফায়ার সার্ভিসকর্মী সবুজ দাশ গুপ্ত শুভ’র মাধ্যমে চট্টগ্রাম থেকে বড়দের উন্নতমানের শাড়ী, লুঙ্গি, শার্টসহ ছোট ছেলে-মেয়েদের জামা ও শার্ট-প্যান্ট এবং নারীদের স্যানেটারী ন্যাপকিন সংগ্রহ করে প্রেরণ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু, রায়হান নেওয়াজ সজীব ও শফি উল্লাহ।চট্টগ্রামের সূর্য্য সংঘের সার্বিক সহযোগিতায় প্রেরিত এসব কাপড় বিতরণকাজে আজ বাসদ ও উদীচীর যারা সম্পৃক্ত ছিলেন তারা হলেন বাসদ হবিগঞ্জ জেলা ফোরামের সদস্য কমরেড তৌহিদুর রহমান পলাশ, উদীচী বানিয়াচং শাখার সভাপতি রিপন চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব, সম্পাদক মন্ডলীর সদস্য শিক্ষক রুবিনা আক্তার রুবি, টুম্পা আক্তার, জুমারা আক্তার, হেনা আক্তার পলি, মারজিয়া আক্তার, খাদিজা আক্তার রুবা, শাহিনা আক্তার, হালিমা আক্তার, মিনহাজ চৌধুরী আয়েশ, মুর্শেদ আমীন, ইমদাদুল হক হৃদয় ও শেখ আরিফুল আহমেদ রিয়াজ। এছাড়া বানিয়াচং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা বিতরণকাজে সম্পৃক্ত ছিলেন।সকলের সম্মিলিত প্রচেষ্টায় গতকাল শনিবারের খাদ্য সামগ্রী বিতরণ করার মতো আজ রবিবারও সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে কাপড় বিতরণ সম্পন্ন হয়েছে।এজন্য ফায়ার সার্ভিসকর্মী, বাসদ ও উদীচীর নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম থেকে যেসব দানশীল ব্যক্তি বানিয়াচংয়ের বানভাসি মানুষের জন্য খাদ্য সামগ্রী ও কাপড় পাঠিয়েছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি।বাসদ-উদীচী বানিয়াচং উপজেলা শাখার যৌথ ত্রাণ কমিটি বন্যার্ত মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ও ঔষধসেবা প্রদান কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে।প্রতি সপ্তাহে একদিন উপজেলার বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প’র আয়োজন করা হবে। প্রথমে আগামী মঙ্গলবার (২৮ জুন ২০২২) ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের কামালখানী মহল্লার নাজমুল হাসান জাহেদ একাডেমিতে ক্যাম্প’র উদ্বোধন করা হবে।ওইদিন সকাল ৯টায় ক্যাম্প’র শুভ উদ্বোধন করবেন বানিয়াচংয়ের কৃতিসন্তান, দেশবরেণ্য চিকিৎসক, রাজনীতিবিদ ও সমাজসেবক ডাক্তার সাখাওয়াত হাসান জীবন।দিনভর রোগী দেখবেন ডাক্তার সুস্মিতা মন্ডল (এমবিবিএস, সিএমইউ), জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট। ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধ্যমতো বিনামূল্যে ঔষধ সরবরাহের আশ্বাস দিয়েছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন-ফারিয়া, বানিয়াচং উপজেলা শাখা। সংগঠনটির বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিক চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ আশ্বাস দেন।