শাহিন আলম মাকসুদ বিশেষ প্রতিনিধিঃ-
লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজারে গত ১২ই মার্চ গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে বুধবার ১৮ই মার্চ দুপুর ১২টায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে নগদ পাঁচ হাজার টাকা ও দুই বান করে ডেউটিন প্রদান করেন। ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা। জাতীর জনকের জন্ম শতবার্ষিকীর আপনাদেরকে আমার পক্ষথেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গত ১৭ই মার্চ বঙ্গ বন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করেছি। আপনারা নিশ্চই অবগত আছেন সারা পৃথিবীতে করোনা ভাইরাস হওয়াতে বাংলাদেশে বঙ্গ বন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান উৎযাপন সংক্ষিপ্ত করা হয়েছে। এই অনুষ্ঠানের বিশে^র বড় বড় রাষ্ট্র প্রধানেরা আসার কথা ছিল। আমরা বঙ্গ বন্ধুর শততম জন্ম বার্ষিকী হয়তো আর পাবনা। কিন্তু মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে করোনা ভাইরাস থেকে মানুষের যেন কোন ক্ষতি না হতে পারে তিনি এই শততম জন্ম বার্ষিকী অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছেন। বঙ্গ বন্ধু হলো বাংলাদেশর একটি নাম তিনি বিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মায়ের ভাষাকে আঘাত করা পশি^ম পাকিস্তানের বিরুদ্ধে ২৪ বছর ধরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যৌবনের সাড়ে বারোটি বছর পাকিস্তানের কারাগরে কাটিয়েছেন। তিনি কারাগরকে নিজের সংসার বানিয়েছেন। তাই ১৭ কোটি মানুষ তার জন্ম শতবার্ষিকী শ্রদ্ধার সাথে পালন করেছে। করোনা ভাইরাস নিয়ে সকলকে সতর্ক থাকার আহবান করছি। লালমোহনে বিভিন্ন দেশ থেকে ১৫৬ জন এসেছে। তারা কারো সন্তান কারো ভাই, তাদের দারা তাদের পরিবারের যেন কারো ক্ষতি না হয় সেই দিকে সকলে লক্ষরাখতে হবে। এই বাংলাদেশ ছিল খাদ্যঘাটতি বাংলাদেশ এই দেশকে বলা হলো তলা বিহীন ঝুড়ির দেশ আজ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে সংয় সম্পুুর্ন। আজ এই দেশকে তলা বিহীন ঝুড়ির দেশ বলা হয় না। লালমোহন- তজুমদ্দিনে শত ভাগ বিদ্যুতায়ন সম্ভাব হয়েছে। আমি কিছুদিন আগে চর মুজাম্মেল গিয়েছিলাম সেখানে ১২ কিলোমিটার মেঘানার নিচ দিয়ে বিদ্যুতের টেনে চর মুজ্জাম্মেলের সাবস্টেশন করা হবে। চর অঞ্চলের জনগণ বিদ্যুতের আলোয় পাবে। সেই আলোতে তাদের ছেলে মেয়েরা লেখা পড়া করতে পারবে। জোনাকীর আলোয় নির্ভরশীল দেশবাসী আজ বিদ্যুতের আলোয় সয়ং সম্পুর্ন এটা এক মাত্র সম্ভব হয়েছে বঙ্গ বন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকায়। এমপি শাওন আরো বলেন, যখনি লালমোহনে দুর্যোগ সৃষ্টিহয় তখনি আমি খোজ খবর রাখি। ধলীগৌর নগর জনতা বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের নগদ টাকা ও টিন আজকের এই অনুষ্ঠানে প্রদান করলাম। লালমোহন তুজুমদ্দিনের পাঁচ লক্ষ মানুষ যাতে সুখে শান্তিতে থাকে আমি সেই চেষ্টা করি। এসময় আরো বক্তব্য রাখেন (ভোলা) জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।