শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ার শাজাহানপুরে ৫০ কেজি গাঁজাসহ আল আমিন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।২১ জুলাই (বুধবার) রাত পৌনে ১০ টার দিকে গোপন সংবাদ ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি টিম শাজাহানপুর উপজেলাধীন সাজাপুর এলাকায় অস্হায়ী চেকপোস্ট স্হাপন করে ব্যাপক তল্লাশী চালিয়ে আল আমিনকে ৫০ কেজি গাঁজা, মোবাইল ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। এসময় মাদক বহনের (ঢাকা মেট্রো-খ-১১-৮৭৬০) নম্বরের একটি প্রাইভেট কার জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃত আল কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলাধীন বাটকাশহরের মৃত আব্দুল লতিফের ছেলে।র্যাব-১২ বগুড়া ক্যাম্প বিষয়টি নিশ্চিত করে জানান,র্যাব বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুমিল্লা হতে বগুড়াগামী একটি প্রাইভেট কারে একজন মাদকদ্রব্য গাজাঁ বহন করে নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল জেলার শাজাহানপুর উপজেলাধীন সাজাপুর টিএমএস সিএনজি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অস্হায়ী চেকপোস্ট স্হাপন করে ব্যাপক তল্লাশী চালিয়ে মাদক ব্যবসায়ী আল আমিনকে ৫০ কেজি গাঁজা, ঢাকা মেট্রো-খ -১১-৮৭৬০ নম্বরের একটি প্রাইভেট কার, মোবাইল ও নগদ টাকা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার( স্কোয়াড্রন লীডার) মোঃ তৌহিদুল মবিন খাঁন জানন,গেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।