বগুড়ায় র‍্যাবের মাদক বিরোধী অভিযান ১৪৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২।।

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ বগুড়ার একটি টিম। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দুপচাঁচিয়া উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে একটি মাছের আড়তের সামনে অভিযান পরিচালনা ১৪৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ সোবহান হোসেন(৪১) ও মোঃ শামীম হোসেনকে গ্রেফতার করা হয়। সেই সাথে মাদক বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করে র‍্যাব।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- বগুড়া জেলা সদরের চকসূত্রাপুর কসাইপাড়ার মৃত- আমজাদ হোসেনের ছেলে সোবহান ও একই এলাকার সামাদ হোসেনকে ছেলে মোঃ শামীম হোসেন। র‍্যাব-১২ বগুড়া এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্ততি এ সব তথ্য জানানো হয়েছে। ১৮।জানুয়ারি(বুধবার) সকালে র‍্যাবের পাঠোনো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পায়, নওগাঁ থেকে বগুড়াগামী একটি প্রাইভেট কারে মাদক বহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্হানে মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় অভিযান পরিচালনা করা হয়। অভিযান ১৪৭ বোতল ফেন্সিডিলসহ সোবহান ও শামীমকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক বহনকারী একটি প্রাইভেট কার,২টি মোবাইল, ২টি সীমকার্ডসহ নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।র‍্যাব-১২ বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার ও স্কোয়াড লিডার মোঃ নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত সোবহান ও শামীমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দুপচাঁচিয়া থানার সোপর্দ করা হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE