শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,
বগুড়ায় ১৫ কেজি গাঁজা ও ১০৮ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।১৬ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক টিম নন্দীগ্রাম কুস্তা গ্রামে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা ও ১০৮ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- কুড়িগ্রাম জেলা সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে মোঃ আরিফুল ইসলাম(২৮), খলিলগঞ্জ এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ ইমরান হাসান(২৭),প্রতাপ বৈরাগীপাড়া এলাকার হায়দার আলীর ছেলে মোঃ তাহাজুর ইসলাম(৩২) এবং আব্দুল খালেকের ছেলে মোঃ রবিউল ইসলাম(২৯)।র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নন্দীগ্রামের কুস্তা গ্রাম থেকে ৪ মাদক ব্যবসায়ীকে ১৫ কেজি গাঁজা, ১০৮ বোতল ফেন্সিডিল ও কিছু নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ভোলা নিউজ/টিপু সুলতান