শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি;
বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ জহুরুল ইসলাম(৪৫) নামের এক এম্বুলেন্স চালক খুন হয়েছে।
৯ সেপ্টেম্বর(শুক্রবার) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা শহরের চককান পাড়ায় এম্বুলেন্সের ভাড়া নিয়ে চালক জহুরুলের সঙ্গে অন্যদের বাকবিতন্ডা ও বিরোধের সৃষ্টি হয়। এনিয়ে এম্বুলেন্সের একটি লাইট ভাংচুরের ঘটনা ঘটে। এরপর জহুরুল রাতে পায়ে হেঁটে মেডিকেল থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হোটেল নাজ গার্ডেনের পিছনে প্রতিপক্ষের লোকজন জহুরুলকে ছুরিকাঘাত করে।
এতে জহুরুল গুরুতর আহত হলে স্হনীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এম্বুলেন্স চালক জহুরুল ইসলাম বগুড়া সদর উপজেলার চককান পাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।এ বিষয়ে বগুড়া কৈগাড়ী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মুর্শিদুল হাসান খান জানান,নিহত জহুরুলের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কজেল( শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছেনা। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের কেউ গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান এই কর্মকর্তা।
ভোলা নিউজ /টিপু সুলতান