বগুড়ার শেরপুরে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ ধান ও চাল জব্দ।।

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকা থেকে অবৈধভাবে মজুদ রাখা ১২২৯ মেট্রিকটন চাল ও ২৫৮১ মেট্রিকটন ধান জব্দ করন জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১৮ জানুয়ারি (বুধবার) দুপুরে বগুড়ার শেরপুরে উপজেলাধীন গাড়ীদহ ইউনিয়নের মহিপুর এলাকার জোয়ানপুর শিনু এগ্রো ফুট লিমিটেডে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদ রাখা ধান ও চাল জব্দ করেন জেলা খাদ্য নিয়ন্ত্রণ গাজী সাইফুদ্দিন। অভিযান সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার জোয়ানপুর এলাকায় শিনু এগ্রো ফুট লিমিটেডে অবৈধভাবে বিপুল পরিমাণ ধন ও চাল মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শিনু এগ্রো ফুট লিমিটেডের গোডাউনে অবৈধভাবে মজুদ রাখা ১২২৯ মেট্রিকটন চাল ও ২৫৮১ মেট্রিকটন ধান জব্দ করা হয়। এ বিষয়ে শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ মামুন এ কাইয়ুম জানান, এসি আই কোম্পানির ছিল এগ্রো লিমিটেডের আটো রাইট মিলের একটি গোডাউন ঘর। সেই গোডাউন ঘরটি ভারা দিয়ে অবৈধভাবে এ ধান- চাল মজুদ করছিল। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রণ গাজী সাইফুদ্দিন জানান,অবৈধভাবে মজুদ করা ধান ও চাল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE