।।এইচ আর সুমন।।
ড্যাব আয়োজিত অনলাইন বক্তৃতা প্রতিযোগিতা ২০২০ এ-র ” করোনা সংকট না সম্ভাবনা – প্রেক্ষাপট বাংলাদেশ ” শিরোনামে বক্তব্য প্রদান করে ১ম স্থান অধিকার করেছে ভোলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইব্রাহিম আদহাম সূর্য।
টানা ৫ দিনের বিচারকার্য ও যাচাই বাছাই এর পরিপ্রেক্ষিতে ২৫ জুলাই, ২০২০ ইং তারিখে উক্ত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।যেখানে বিচারক হিসেবে ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট), জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ডিবেট সোসাইটির বিচারকবৃন্দ।
করোনা পরিস্থিতি বিবেচনায় দিনকাল ঠিক করে ড্যাব সভাপতি নাজমুস সাকিব চৌধুরীর উপস্থিতিতে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।
বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতি ও করোনা পরবর্তী সময়ে ঘুরে দাড়াতে করনীয় দিক গুলো তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ফুটে ওঠে সূর্যের বক্তব্যে।
এছাড়াও ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন সফল বিতার্কিক ও ডিবেট ক্লাব সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে ইব্রাহিম আদহাম সূর্য। এমনকি ভোলা সরকারি কলেজের সর্বোচ্চ সংখ্যক পুরস্কার এর রেকর্ডও এখন পর্যন্ত তার দখলে। ভোলা ও ভোলার বাহিরে বিভিন্ন সময়ে প্রতিযোগিতায় নিজ জেলার প্রতিনিধিত্ব করে অসংখ্য পুরস্কার ও সম্মান বয়ে এনেছে সে।
কৃতিত্বের সেই অর্জনকে আবারও গৌরবান্বিত করলো সূর্য।
কলেজ পর্যায়ে অনলাইন বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান ইব্রাহিম আদহাম সূর্য,৯৬ (১০০)
দ্বিতীয় স্থান সাদিয়া ইসলাম তুহি ৯১.৫ (১০০)
তৃতীয় স্থান মালিয়া আনজুম ৯০.৫(১০০)