দেশগ্রাম |
অনলাইন ডেস্ক
ভূমিকম্পে প্রায় অর্ধ লক্ষ প্রাণহানির দগ্ধ ক্ষত না শুকাতেই আবারো বড় ভূমিকম্পে কাঁপল তুরস্ক। তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৬.৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হেনেছে। খবর আল-জাজিরার।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি বিধ্বস্ত তুরস্কের অন্যতম প্রদেশ হাতায়ে আঘাত হেনেছে। এটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি এ অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। এর দুই সপ্তাহ পরই আবারো ভূমিকম্প আঘাত হানলো।
ভোলা নিউজ / টিপু সুলতান