এম. ইমরান হোসাইন।।ভোলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এটি। শহরতলী এ সড়কটির প্রতি দিন দিন বেড়েই চলেছে অবিচার। সড়কের পাশের ইট ও বালু ব্যবসায়ীরা ক্রমশই পরিত্যক্ত করছে সড়কটিকে। আরেকটি দূর্নীতির ফসল হচ্ছে সড়ক মেরামত। মেরামতের ৩য় দিনই এটিকে পুনঃসংস্কার এর প্রয়োজন হয়ে পড়ে। মেরামতের তিন মাসে তিন বার পুনঃসংস্কারের রেকর্ড অর্জন করা সড়কটি প্রায় বালুর মাঠ গুলোর সামনে চেহারা বিহীন হয়ে আছে। তাদের এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে সাবেক জেলা প্রশাসক এর কাছে অভিযোগ করলে ও মেলেনি কোন হদিশ। খাল সংলগ্ন সড়কটিতে একাধিকবার দূর্ঘটনা ঘটেছে। একদিকে জীবন ও যানবাহনের ঝুঁকি অন্যদিকে শেলটেক সিরামিকের মতো কোম্পানির লক্ষ লক্ষ টাকার মালামাল ক্রয় বিক্রয়ের জন্য তারা পড়েছেন চরম বিপাকে। তাই অতিসত্বর সড়কটির প্রতি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।