স্টাফ রিপোর্টার: ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবি ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে দেবব্রত সরকারের ফাঁকা ঘরে থাকা গৃহকর্মী রাধা রানীকে ঘিরে রহস্য দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে রাধা রানী দেবব্রত সরকারের ফাঁকা ঘরে থেকে কি করেন, তা জানতে চায় এলাকাবাসী। রহস্যের জট খুলতে নিউটন সরকার নামের এক প্রতিবেশী এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় দেবব্রত সরকার ও রাধা রানীকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বৃহস্পতিবার বিকেলে দেবব্রত সরকারের ফাঁকা ঘর পরিদর্শন করতে গিয়েছেন।
লিখিত অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, গেল ৮ থেকে ৯ মাস আগে দেবব্রত সরকারের স্ত্রী পরলোকগমন করেন। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেননি। স্ত্রী মারা যাওয়ার দেড়মাস পর রাধা রানী নামের এক নারীকে তিনি তার ফাঁকা বাড়িতে আশ্রয় দেন। তখন এলাকাবাসী দেবব্রত সরকারের কাছে, রাধা রানীর সম্পর্কে জানতে চাইলে তিনি এলাকাবাসীকে জানান, ওই নারী তার দ্বিতীয় বিবাহিত স্ত্রী। দেবব্রত সরকারের বাসায় তিনি এবং রাধা রানী ব্যতীত অন্য কেউ থাকেন না। ফাঁকা বাড়িতে তারা দু’জন স্বামী-স্ত্রী ন্যায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন।
স্বামী-স্ত্রীর বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে, সম্প্রতি এলাকাবাসী দেবব্রত সরকারকে পুনরায় ওই নারীর সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি জানান, রাধা রানী নামের ওই নারী তার বাসার গৃহকর্মী (কাজের বুয়া)।
একেক সময় একেক পরিচয় দিয়ে ফাঁকা বাড়িতে ওই নারীকে নিয়ে দেবব্রত সরকার কি করেন, এমনটা প্রশ্ন জাগে এলাকাবাসীর মনে। সবশেষ বিষয়টি পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের নজরে আসার পর ঘটনাটির রহস্যের জট খোলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকরা দেবব্রত সরকারের বাড়িতে এ ঘটনার রহস্য জানতে যায়। এসময় দেবব্রত সরকার বাড়িতে ছিলেন না। স্থানীয় প্রতিবেশীদের উপস্থিতিতে সাংবাদিকরা রাধা রানীর কাছে দেবব্রত সরকারের বিষয়ে জানতে চাইলে, রাধা রানী বলেন, দেবব্রত সরকার তাকে এ বাড়িতে গৃহকর্মী হিসেবে রেখে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। দিনরাত তাদের দু’জনের মধ্যে শারীরিক সম্পর্কস্থাপন হয়। বিষয়টি কাউকে না জানানোর জন্য দেবব্রত সরকার তাকে ভয় দেখাতো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেবব্রত সরকার আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এ বাড়িতে রাখলে, আমি থাকব। অন্যথায় আমি আমার বাড়িতে ফিরে যাব। এছাড়াও সে যদি আমাকে স্ত্রীর মর্যাদা না দেয়, তাহলে আমার সঙ্গে সে কেন যৌনসম্পর্কে যুক্ত হলো ? আমি তার কাছে স্ত্রীর মর্যাদা পেতে চাই।
থানায় লিখিত অভিযোগ দেয়া বাদী নিউটন সরকার সংবাদ মাধ্যমকে বলেন, দেবব্রত সরকারের বিরুদ্ধে ইতিপূর্বে নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। সে প্রায়ই এসব অসামাজিক কার্যকলাপ করে। এটি সমাজের অবক্ষয় এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য অশুভকর। আমরা এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে জানতে দেবব্রত সরকারকে একাধিকবার কল করা হলেও তিনি মুঠোফোন রিসিভ করেননি।
জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাটির সুষ্ঠ তদন্ত করছে। দেবব্রত সরকার একেক সময় একেক বক্তব্য দিচ্ছে। তার বক্তব্য এলাকাবাসীর কাছে সন্দেহজনক মনে হচ্ছে। আমরা পুরো ঘটনা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
ভোলা নিউজ / টিপু সুলতান