পুলিশ সব সময় মানুষের পাশে আছে – এসপি মোকতার

ডেস্ক: ভোলানিউজ.কম,

ভোলায় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন বলেছেন, পুলিশ জণগনের বন্ধু, জণগন পুলিশের বন্ধু। পুলিশ হলো একটি সেবামুলক প্রতিষ্ঠান, দিনরাত মানুষের সেবা দিয়ে যাচ্ছে পুলিশ । ডিজিটাল বাংলাদেশে অপরাধ দমনে নতুন সিস্টেম ‘‘ত্রি-পল নাইন’’ এর মাধ্যমে ঘরে বসেই জণগন দ্রুত সেবা পাচ্ছে। কোন জায়গায় অপরাধ ঘটলে ৯৯৯ এ কল করুণ অথবা সরাসরি জেলা এসপিকে ফোন করুন ‘

রবিবার সকাল ১০টায় ভোলা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।’

এসময় উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাাদিক এমএ তাহের, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মামুন, সদর সার্কেল সাব্বির হোসেন, সদর ওসি ছগির মিঞা, ডিবি ওসি শহিদুল ইসলাম প্রমুখ।’

এদিকে পুলিশ সেবা সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা শেষে, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে ভোলা ট্রাফিক পুলিশের অযোজনে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ইং আলোচনা সভায় অংশ নেন। জেলা পুলিশ সুপার তিনি ঘুরে ঘুরে যানবাহন পরিদর্শণ করেন এবং সড়কে নিরাপদ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থাও নেন। আঞ্চলিক মহাসড়কের নিয়ম-শৃংঙ্খলা বজায় রাখতে যানবাহনের সকল চালক, এবং পথচারীদের হাতে ট্রাফিক পুলিশের লিফলেট বিরতণ করেন এবং রাস্তাঘাটে চলাচলের নিয়ম-কানুন মেনে চলার সকলের কাছে আহবানও জানান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বাস ও মিনিবাস মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান প্রমূখ।

(আরজে,২৭জানু-২০১৯ইং)

SHARE