অনলাইন ডেস্ক, ভোলানিউজ.কম,
ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলায় এইচএসসি পরিক্ষার্থীকে ২বছর যাবত বিবাহের প্রলোভন দেখিয়ে একাধিক বার অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন পুলিশ কনেস্টবল নাঈম অভিযোগ কলেজছাত্রীর । বিষয়টি দামাচাপা দিতে চলছে নানা নাটকীয়। সালিশ বিচারে বিবাহের বদলে ২লাখ টাকা দিয়ে হলেও সমাধান করতে চায় নাঈম । এমনটাই লিখিত অভিযোগে বলেছেন কলেজছাত্রীর পরিবার।
কনেস্টবল নাঈম রাজাপুর উপজেলার বাসিন্দা পশাল তালুকদারের ছেলে। তিনি বর্তমানে বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয় কর্মরত।
এদিকে, কলেজছাত্রী পুলিশ মহাপরিচালক বরাবরে অভিযোগ করেছেন।
এবিষয়ে পুলিশ কনেস্টবল নাঈম জানান, ফেসবুকে চ্যাট হলেও কি বাচ্চা হয়?। ফেসবুকে কথা হয়েছে কিন্তু অবৈধ কোন সম্পর্ক হয়নি।
কলেজছাত্রীর সাথে কনেস্টবল নাঈমের ফেসবুকে আপত্তিকর তথ্য ডকুমেন্ট রয়েছে।
কলেজছাত্রী জানিয়েছেন, তার সাথে ২বছর যাবত শারীরিক সম্পর্ক গড়ে তোলে। যখনি নাঈম ছুটিতে বাড়িতে আসতেন তখনি রাত হোক আর দুপুর হোক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তেন অভিযোগ কলেজছাত্রীর। এমনকি কলেজছাত্রীর মাকে কোথাও বেড়াতে পাঠিয়ে দিয়ে। নিজেরা আনন্দ আর উল্লাসে মেতে উঠতেন।
অপরদিকে, নাঈমের ক্ষমতার দাপট আর হুমকি দামকিতে নিরাপত্তহীনতায় ভুগছেন কলেজছাত্রীর পরিবারটি। বিভিন্ন সময়ে নাঈম তার বন্ধ বান্ধব দিয়ে গভীর রাতে ওই কলেজছাত্রীর বাড়িতে হানা দেয়।
এলাকাবাসী, এটার সঠিকি বিচারের দাবী করছেন।
(আল-আমিন এম তাওহীদ ,১৯এপ্রিল,২০১৮ইং