অনলাইন ডেস্কঃ
পরমাণু কর্মসূচির উন্নয়নে আরেক ধাপ এগিয়ে গেল ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরও গতিশীল করতে উন্নত ও দ্রুতগতির অত্যাধুনিক সেন্ট্রিফিউজের ব্যবহার শুরু করেছে দেশটি।
এই মুহূর্তে এ ধরনের ৪০টি সেন্ট্রিফিউজ চালু রয়েছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন ইরানের পরমাণু শক্তি সংস্থা ‘অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন’র মুখপাত্র বেহরুজ কামালবান্দি।
সমৃদ্ধ ইউরেনিয়াম সাধারণত পরমাণু চুল্লিতে (রিঅ্যাক্টর ফুয়েল) জ্বালানি হিসেবে কাজে লাগে। অধিক সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু বোমা বানাতেও ব্যবহার হয়।
২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তির প্রতিশ্রুতি থেকে আংশিক সরে আসার অংশ হিসেবে তৃতীয়বারের মতো এ পদক্ষেপ নিল তেহরান।
তবে পরমাণু কেন্দ্র তদারকিতে জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার আগের মতোই থাকবে বলে জানিয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নতুন এ পদক্ষেপের খবরে তৎক্ষণাৎ’ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, তেহরানের এমন ঘোষণায় মোটেই অবাক হননি তিনি। শনিবার প্যারিসে এক বক্তব্যে তিনি বলেন, ‘ইরান সব সময় যেটা চেয়ে আসছে সেটাই তারা করতে যাচ্ছে। এটাতে অবাক হওয়ার কিছু নেই।’
তবে পশ্চিমা গভেষকরা ধারনা করছেন ইরান এখন পরমানু বোমা হয় বানিয়ে ফেলেছেন কিম্বা বানাচ্ছেন এবারের পদক্ষেপে তারই প্রমান মেললো।