চরফ্যাশন প্রতিনিধিঃ
মাদক আর তরুণ প্রজন্ম নষ্টের অন্যতম মাধ্যম পর্ণগ্রাফী নির্মূলে কঠোর পদক্ষেপ নিয়েছেন চরফ্যশন থানার ওসি সামসুল আরিফিন। এরই অংশ হিসেবে পবিত্র রমজান মাসে তিনি চরফ্যাশনের সকল মোবাইল টেকনোলজিস্ট ও কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেন। এই অভিযান নিয়মিত চলবে এবং চরফ্যশনের সকল মোবাইল ও কম্পিউটারের দোকানগুলোকে একটি তালিকা ভুক্ত করা হবে পর্ণগ্রাফী ও সাইবার ক্রাইম নিয়ন্ত্রনের জন্য। এই অভিযান নিয়ে ওসি সামসুল আরিফিন ভোলা নিউজকে বলেন, এই অভিযান ভোলার পুলিশ সুপার মেক্তার হোসেন পিপিএম স্যারের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানের ই অংশ। তিনি ভোলার তরুণ সমাজকে মাদকের ছোঁবল থেকে মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছেন, তারই ধারাবাহিকতায় স্যারের ঘোষিত যুদ্ধে আমরা শরিক হয়েছি মাত্র।
সামসুল আরিফিন চরফ্যাশনে যোগ দেয়ার আগ থেকেই মাদক ব্যাবসায়ীরা তাদের ব্যাবসা গুটিয়ে রাখলেও এখন তারা পুরোপুরি গা ঢাকা দিয়েছেন। বিশেষ করে নদী পথে পুলিশের নজরদারি বাড়ানোর ফলে চরফ্যশনের মদক কারবারিরা স্থান পরিবর্তন করে দুলার হাটের অঞ্চলকে বেছে নেন। এখন চরফ্যশনের মাদক কারবারিরা দুলারহাট থানাধীন নদী পথে ঘাটি গেঁরে পটুয়াখালি ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলা হয়ে দক্ষিনের জেলাগুলোতে মাদক পাচার করে আসছেন। ওসি আরিফিনের সাথে সাথে ওসি দুলারহাট থানাকেও একিভুত কর সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করলেই চরফ্যশন থেকে মাদকের মূলউৎপাটন করা সম্ভব বলে মনে করেন চরফ্যশনের সচেতন মহল।