পটুয়াখালী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

 

পটুয়াখালী প্রতি‌নি‌ধিঃ পটুয়াখালী দেবাজ্যোতি পার্থ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার মুন্সেফ পাড়া এলাকার ওই শিক্ষার্থীর নিজ বাসা থে‌কে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত পার্থ পটুয়াখালী পিটিআই‘র ইনস্ট্রাক্টর জহর লাল বসাকের একমাত্র পুত্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাষ্টার্স পাস ক‌রে বেকার জীবন কাটা‌চ্ছি‌লেন। ত‌বে আত্মহত্যার প্রকৃত কারন কেউ বল‌তে পা‌রে‌নি। প‌রিবা‌রের বরাদ দি‌য়ে পটুয়াখালী সদর থানার উপপ‌রিদর্শক মে‌হে‌দি হাসান জানান,” মৃত পার্থ হতাশা গ্রস্থ ছিল”। তার মা বনানী দেবনাথ পটুয়াখালী সদর উপজেলার বোতলবুণিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পু‌লিশ জানায়, ভো‌রে খবর পে‌য়ে পটুয়াখালীর ২৫০শস‌্যা‌বি‌শিস্ট হাসপাতা‌লে মৃত অবস্থায় দেখ‌তে পায় পার্থকে। প‌রে তার ঘর থে‌কে গলায় ফাস লাগা‌নোর র‌শি উদ্ধার ক‌রে এবং পোষ্টম‌র্টেম কার্যক্রম সম্পন্ন ক‌রেন। পার্থর বাবা জানায়, ভো‌রে প্রকৃ‌তির ডাকা সাড়া দি‌তে ঘুম থে‌কে উ‌ঠে ফ‌্যা‌নের হু‌কের সাথে পার্থকে ঝুল‌তে দে‌খে চিৎকার শুরু ক‌রেন। প‌রে আ‌শেপা‌শের লোকজন ছু‌টে এ‌সে র‌শি কে‌টে হাসপাতা‌লে নি‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষনা ক‌রেন। চি‌কিৎস‌কের দাবী, হাসপাতা‌লে আনার অ‌নেক আ‌গেই পার্থর মৃত‌্যু হ‌য়ে‌ছে। প‌রিবা‌রের বরাদ দি‌য়ে উপ প‌রিদর্শক মে‌হে‌দি হাসান আ‌রো জানান, পার্থ সবসময় ফেইস বুক নি‌য়ে সময় কাটা‌তেন। কারও সা‌থে তেমন কথা বার্তাও বল‌তেন না। নি‌জে‌ সর্বদাই মোবাইল ফোন নি‌য়ে ব‌্যস্ত থাক‌তেন।

SHARE