পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে নুপুর মন্ডল (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আত্নহত্যা করেছে। শনিবার সকাল দশটার পৌর শহরের নাইয়াপট্রি এলাকার নিজ বাসায় সবার অগোচরে গলায় ফাঁস দেয় ওই ছাত্রী। স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে দায়ীত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করে। মৃত নুপুর মন্ডল কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মৃত শিক্ষার্থীর আত্নহত্যার কারন জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।