পটুয়াখালী প্রতিনিধিঃ ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে কলাপাড়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করে। সংগঠনের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ রুমী এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
উপস্থিত থেকে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সাধারন সম্পাদক মাওলানা ফেরদৌসুল হক গাজী, উপদেষ্টা হাফেজ আল আমিন,কলাপাড়া বড় জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান এবং কলাপাড়া ব্যাবসায়ী সমিতির সাধারন সম্পাদক ফিরোজ সিকদার সহ প্রমুখ। কর্মসূচিতে বক্তাগন রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের দূতাবাস বন্ধ করা সহ এখন থেকে ফ্রান্সের পন্য বয়কট করার দাবি জানান।এছাড়াও ফ্রান্সের উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা ঞ্জাপন করেন। আগামী শুক্রবার জুম্মার নামাজ পরবর্তি কলাপাড়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ আহবান করে আজকের কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত করেন।