স্টাফ রিপোর্টার।ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ৩নং ওয়ার্ডের আবদুল গনি, জন্ম থেকেই প্রতিবন্ধী।তিন সন্তান নিয়ে ছোট একটি দোকান করে সংসার চালাতেন গনি। প্রতিবন্ধী গনির ছোট দোকানের প্রতি লোভ পড়ে স্থানীয় প্রভাবশালী তোফাজ্জল সিকদারের ছেলে কামাল জামালের। গনি দোকান করতে হলে কামাল জামাল কে টাকা দিতে হবে আর টাকা না দেওয়ায় প্রতিবন্ধী গনিকে দোকান থেকে উঠিয়ে দিয়েছে কামালগংরা।গতকাল সরজমিন সুলতান মোল্লা ব্রীজ সংলগ্ন বাজারে গিয়ে দেখা যায় গনি ও হিরনের দোকান ঘর পড়ে আছে।শুধু প্রতিবন্ধী গনিই নয় হিরন ফকির নামের এক ব্যবসায়ীকে উচ্ছেদ করেছে কামালগংরা। প্রতিবন্ধী গনি বলেন, আমার তিন সন্তান নিয়ে আমি মানবেতর জীবনযাপন করছি, যে কোন মূল্য আমার দোকান ঘরটা ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।হিরণ ফকির বলেন আমার জমিতে আমি দোকানঘর করেছি কিন্তু কামালরা তাদের দাবী করে আমাকে উচ্ছেদ করে দিসে।আমি এর বিচার চাই এবং দোকান ঘর ফেরত চাই।অভিযুক্ত কামালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ও তাকে পাওয়া যায়নি।