নৈরাজ্যের নগরি লালমোহন যেন এক মগের মুল্লুক!

 

বিশেষ প্রতিনিধিঃ চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে লালমোহনে সড়ক অবিরোধ করে বিক্ষোভ করছেন সাদারণ মানুষে। এতেকরে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হলে ভোলা চরফ্যাশন মোহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।স্থানীয়রা জানান, আজ ২৮ জুলাই সকাল থেকে লালমোহন পৌরসভার পৌরট্যাক্স ও টোল বৃদ্ধির প্রতিবাদে লাঙ্গলখালী রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে অটোরিক্সা ড্রাইভাররা। এসময় লালমোহনের সকল ক্ষেত্রের ব্যাপক চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে হাজারো জনতা ভোলা – চরফ্যাশন সড়কে অবস্থান নিলে ভোলা – চরফ্যশন রুটে যানজট তীব্র আকার ধারন করে। এতে ভোলা ও ভোলার বাহির থেকে আসা যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়। উল্লেখ্য লালমোহনের কাঁচাবাজার, বালুর ব্যাবসা, মাছ বাজার থেকে শুরি করে ভ্যানে ফেরী করে দোকান করা লোকদেরও দৈনিক সাপ্তাহিক ও মাসিক হারে ব্যাপক চাঁদা দিতে হয়। আর এই চাঁদার দায়ে মাছ বাজারে মাছের ব্যাপক দাম থাকায় ইতোমধ্যে লালমোহনের মানুষ বোরহানউদ্দিনের কুঞ্জের হাট বাজারে এসে মাছ কিনা শুরু করেছেন বলেও জানিয়েছেন লালমোহনে বাস করা ভুক্তভুগিরা।

SHARE