আল মাহামুদঃ-
বেতনবৈষম্য নিরসনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মীরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন সারাদেশ থেকে আসা হাজারও পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই)।
পরিবার কল্যান সহকারীদের তৃতীয় শ্রেণিতে নিয়োগ পাওয়ার পরও অধিদপ্তর কর্তৃক চতুর্থ শ্রেণি নামক চিঠি প্রত্যাহার করণ, পদোন্নতি নিশ্চিতকরণ, নিয়োগ-বিধি বাস্তবতায়, পরিবার কল্যাণ সহকারীদের ১২তম গ্রেড এবং পরিদর্শকদের ১১তম গ্রেডে উন্নতিকরণসহ নিয়োগ-বিধি বাস্তায়নের লক্ষ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাউথ সাউথ পুরস্কার এবং ভ্যাকসিন হিরো পুরস্কার লাভ করে আমাদের মাঠ কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে।
কিন্তু আমরা মাঠকর্মীরা বিভিন্ন দিক থেকে শোষিত ও বঞ্চিত। সরকার নিয়োগ-বিধি বাস্তাবায়নসহ পদোন্নতি ও বেতনবৈষম্য নিরসন না করলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
সমিতির সভাপতি আমির আলী মোড়ল ও সাধারণ সম্পাদক নাজনীন আক্তারের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা-উপজেলার নেতৃবৃন্দ।