মোঃ সোহাগ হোসেন ঃ
খরস্রোতা কারখানা নদীর কড়াল গ্রাসে বিলীন হতে যাচ্ছে পটুয়াখালীর বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়ন। ইতি মধ্যে কারখানা নদীর কড়াল গ্রাসে কাছিপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাজীপুর নামক একটি গ্রাম সম্পূর্নভাবে বিলীন হয়ে শত শত পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গ্রাম ছেড়ে ঢাকাসহ বিভিন্ন শহরে গিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। অল্প সংখ্যক পরিবার ইউনিয়নের অন্য গ্রামে জমি ক্রয় করে ঘর তোলে কোনরকমে জীবন কাটাচ্ছেন। খরস্রোতা প্রমত্তা কারখানা নদী হাজীপুর গ্রামটি গিলে এখন উত্তর কাছিপাড়া গ্রামটিকে গ্রাস করতে শুরু করেছে। কারখানা নদীর ভাংগনে উত্তর কাছিপাড়ার বহু বসতঘরের পাশাপাশি ইসাজাত সরকারী প্রথমিক বিদ্যালয়, বিভিন্ন বাড়ির মসজিদ, থ্রী স্টার ব্রিকস লিঃ ফিল্ডসহ বিভিন্ন স্থাপনা ভাঙ্গনের মুখে পড়ায় দুঃচিন্তায়, উৎকন্ঠায় পড়েছে মানুষ। উত্তর কাছিপাড়া গ্রামের থ্রী স্টার ব্রিকস লিঃ এর মালিক সোলায়মান খান, আঃ রাজ্জাক সরদার ও মনির খান জানান, তারা জমা জমি বিক্রি ও ধার কর্জ করে প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করে ২৯১৭ সালে থ্রী স্টার ব্রিকস লিঃ নামে একটি ইট ভাটা স্থাপন করে ইট উৎপাদন করে আসছিল। বিভিন্ন সময়ক ঘূর্নিঝড় অতিবৃষ্টি, জোয়ারের পানিতে ইট ভাটার অনেক ক্ষতি হওয়ায় লক্ষ লক্ষ টাকা লোকসান দিতে হয়েছ। এ দুর্দিনে এখন কারখানা নদীর ভাঙ্গনের মুখে পড়েছে তাদের থ্রী স্টার ব্রিকস নামের ইটভাটা। কারখানা নদীর ভাঙ্গন অব্যাহত থাকলে অচিরেই ইটভাটাটি নদী গর্ভে বিলিন হতে যাচ্ছে। তারা উৎকন্ঠায় আর দুঃচিন্তায় দিন কাটাচ্ছে বলে জানান থ্রী স্টার ব্রিকস লিঃ এর মালকগণ। কারখানা নদীর ভাঙ্গনে মানিক স্যারের বাড়ি ও আকন বাড়ির দুটি মসজিদসহ শত শত বসতবাড়ি বিলীন হয়ে গেছে বলে জানান সোলায়মান, আঃ রাজ্জাক ও মনির খানসহ ভুক্তভেগী পরিবারের সাস্যরা জানান।