ধেয়ে আসছে মরন ভাইরাস, ঘুমিয়ে ভোলার স্বাস্থবিভাগ

মনজু ইসলাম/টিপু সুলতানঃ

মহামারি আকারে ছড়িয়ে পরছে করোনাভাইরাস। বংলাদেশেও এই মহামারি ছড়িয়ে পরতে পারে। সরকার এই ভাইরাস নিয়ে সর্বোচ্ছো প্রস্তুতির কথা জানালেও ভোলার স্বাস্থ বিভাগ ঘুমিয়ে রয়েছে। এখন পর্যন্ত কোন প্রকার সচেতনতা মূলক কোন কার্যক্রম করেতে দেখা যায়নি ভোলার স্বাস্থবিভাগকে।  করোনাভাইরাসের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যেই চীনে মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের। আক্রান্ত প্রায় হাজারখানেক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা অনুযায়ী, করোনাভাইরাস জুনোটিক। অর্থাৎ এ ভাইরাস পশুর দেহ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এখন আক্রান্ত ব্যক্তির থেকেও অন্য ব্যক্তির শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে এলে বা তার সঙ্গে হাত মেলালেও করোনাভাইরাস শরীরে বাসা বাঁধতে পারে।হলো জ্বর, শ্বাসকষ্ট, কাশি। অসুখ আরও বাড়লে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। করোনাভাইরাস মরণব্যাধি।

সবচেয়ে উদ্বেগের কারণ হলো এখন পর্যন্ত এ রোগের কোন ঔষদ আবিস্কার হয়নি।

নিজেকে সাবধান রাখাই শ্রেষ্ঠ উপায়।

জেনে নিন করোনাভাইরাস থেকে বাঁচার উপায়-

যতটা সম্ভব ঘরেই থাকার চেষ্টা করুন। সময় কাটানোর জন্য ভালো কোনো সিনেমা দেখুন বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিন। তবে বাইরে প্রয়োজন ছাড়া বের না হওয়াই ভালো।

ঘরের বাইরে বের হওয়ার সময় সঙ্গে মাস্ক নিতে ভুল করা যাবেনা।

SHARE