ধর্ষন মামলায় বাবা ভাই আসামী হয় কেনো?

ইয়ামিন হোসেন

ভোলা নিউজ-১৮.০৪.১৮

থানায় এসে স্যার মামলা দিবো,কিসের মামলা ধর্ষন, আমাকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষন করেছে অমুকের ছেলে হেমুক,এখন অন্তঃসত্ত্বা ৩-৫ মাস, অনেক সময় দেখা যায় পএিকায় শিরোনাম হয় স্বামীর অধিকার এর দাবীতে প্রেমিক এর বাড়ীতে সন্তান নিয়ে অবস্থান,আবার ধর্ষনের চেষ্টা এমন হাজারো অভিযোগ গ্রামের প্রভাবশালীরা মেয়ের বক্তব্য শুনে জরিমানা নির্ধারন করে,আসলে ছেলে কি অপরাধী নাকি নিরপরাধ সেটা কি কেউ দেখে? জমিজমা কি বা পূর্বের কোন বিরোধ থাকলে ও হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইভটিজিং করেছে অথবা ধর্ষনের চেষ্টা হয় মামলা, এর থেকে কি ছেলেরা পরিত্রাণ পাবে?তবে হ্যা সব অভিযোগ কিন্তু মিথ্যা নয়,কিছু সত্যি ও রহেছে,একটা মেয়ে কে কি জোর করে ছেলে ধর্ষন করে অন্তঃসত্ত্বা করেছে?জোর করে কি ১৪ ফেব্রুয়ারি,প্রহেলা বৈশাখসহ বিশেষ কোন দিনে বাড়ী থেকে পার্কে নিয়েছে? হোটেলে নিয়েছে? জোর করে নেয়নি, তুমি তোমার ইজ্জত কে বিক্রি করতে নিজ ইচ্ছায় গিয়েছো, এটা কি মিথ্যা? যখন তোমার ইজ্জত ভোগ করে ছেলেটা তোমাকে আর পাত্তা দেয়না,তত ক্ষনে তুমি গর্ভে পিতৃ পরিচয়হীন সন্তান চলে আসছে, তখনই তুমি তোমার পরিবারের সবার মূর্খে চূনকালী মেখে সমাজে জানান দেও অমুকের বাচ্ছা আমার গর্ভে , আর ঐ পুরুষ নামের কলংক ছেলেটা বলেন এই সন্তান আমার হবে কেনো? এই মেয়েটা কত ছেলের সাথে ছিলো এর কোন হিসাব আছে? তখন তুমি বোন চলে যাও কোর্টে কিবা থানায় মামলা করো, ছেলে ও তার বাবা, ভাইয়ের বিরুদ্ধে, আসলে যখন তুমি ঐ ছেলের কাছে গিয়ে নারীর সবচেয়ে বড় সম্পদ ইজ্জত বিলিয়ে দিলে, তখন কি তার বাবা, ভাই কে জানিয়েছো? কিন্তু মামলায় আসামী করলে কেনো? মামলার পরে ও যদি তোমাকে ঐ পরিবার বৌ হিসেবে মেনে নেওয়া হয়, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে সবাই এই কথাটা বলবে, যে বিয়ের আগে সন্তান নিয়ে এসেছে, তখন এই লজ্জা কোথায় রাখবে হে বোন তুমি?অনেক সময় ছেলের জন্মদিনে মেয়ে বন্ধু শুভেচ্ছা জানাতে যায়, এর মানি কি? আপন জুর্য়েলাস এর ছেলের কথা কি মনে পরে না? ইসলাম ধর্মে সবচেয়ে নারীর মর্যাদা দিয়েছে বেশি, এখন ও সময় আছে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী চলাফেরা করো, দেখবা তোমার মূল্য কত? মেয়ে লোকের বন্ধু হবে মেয়েরা, ছেলেরা নয়,অভিবাবকগন একটু সর্তক হলেই হয়তো সমাজে নারী নির্যাতন টা কমে আসতো মনে হয়, প্রতিটা ছেলে মেয়েদের কে নিজের বোনের চোখেঁ দেখা দরকার, মেয়েদের কে বলছি, আমি একটা ছেলে হিসেবে বলছি, বোন বিয়ের আগে কোন ছেলে কে বিশ্বাস করে নিজের ইজ্জত বিলিয়ে দিয়ো না, সময় থাকতে সর্তক হয়ে যাও

লেখক: ইয়ামিন হোসেন

সংবাদকর্মী ভোলা।

SHARE