নিজস্ব প্রতিবেদকঃনদৌলতখান উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন দক্ষিণ জয়নগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আজ ১০ ডিশেম্বর ২০২৩ খ্রী: সকাল ১১.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামানের নেতৃত্বে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডা. অচিন্ত্য কুমার ঘোষ, সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক কনসালটেন্ট, দৌলতখান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মজিবুর রহমান (টিটু), মোঃ মনির আহমেদ সহ আরও অনেকে।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঞ্চালনায়, অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিবার পরিকল্পনা বিভাগের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন এবং মাঠ পর্যায়ে কর্মরত সার্ভিস প্রোভাইডারদের প্রশংসা করেন এবং উপস্থিত সেবা গ্রহীতাদের পরিবার পরিকল্পনা সেবা গ্রহণে তাদের আত্মীয় স্বজনদের নিকট পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক তথ্য পৌঁছে দিতে অনুরোধ করেন । পাশাপাশি পরিবার ছোট রেখে সুস্থ ও সুশিক্ষিত জাতি, সমৃদ্ধ দেশ গঠনে পরিবার পরিকল্পনা সেবা-পরামর্শ নেয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এসময় তিনি আরো মনে করিয়ে দেন, মহামারী করোনা কালীন সময়ে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের টিকাসহ সকল কার্যক্রমের সহযোগিতার অবদানের কথা ।উল্লখ্য, সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন শেষে উক্ত উপজেলা নির্বাহী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সেবা ইউনিট ঘুরে ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে সেবা মান যথেষ্ট ভালো বলে মতামত তুলে ধরেন।।
ভোলা নিউজ / টিপু সুলতান