দৌলতখানে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৯

 

 

মোঃ আরিয়ান আরিফ

ভোলার দৌলতখান উপজেলায় বুধবার বিকেলে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রা প্রতিযোগীতামূলক চালাতে গিয়ে বাসের সাথে ধাক্কা খেয়ে ৬জন যাত্রীসহ একটি থ্রি-(হুইলার যানবাহন) মাহিন্দ্রা রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে পথচারী তামজিদ (১৫) নামের এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। নিহত তানজিদ উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝরু মালের বাড়ির আবদুল মালেকের ছেলে। সে দৌলতখান পৌর বাজারের স্বপন মিয়ার হোটেলের কর্মচারী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৪-০৪৭৯ চৈতী ট্রাভেলস্ নামের যাত্রীবাহী বাস ও একটি যাত্রীবাহী থ্রি-হুইলার মাহিন্দ্রা একই সঙ্গে দৌলতখান বাসস্ট্যান্ড থেকে ছেড়ে বাংলাবাজারের উদ্দেশে রওনা দেয়। মাহিন্দ্রাটি যাত্রিবাহী বাসটিকে পেছনে রেখে এগিয়ে যাচ্ছিলো। সাইড চেয়ে বাসের ড্রাইভার বারবার ভেঁপু বাজালেও মাহিন্দ্রাচালক সাইড দিচ্ছিলো না। এ সময় চরখলিফা মাদরাসা মোড়ে এলে যাত্রীবাহী বাসটি পেছন থেকে মাহিন্দ্রাকে সজোরে ধাক্কা মারে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীসহ মাহিন্দ্রাটি পাশের গভীর খাদে পড়ে যায়। এ সময় মাহিন্দ্রার ধাক্কায় পথচারী তামজিদ খাদে পড়ে পানিতে ডুবে যায়।

SHARE