ইব্রাহিম আকতার আকাশ: ভোলা দৌলতখান উপজেলা যুব রেড ক্রিসেন্টের টিম গঠন করা হয়েছে।
দৌলতখান উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী পরিষদের মাশরাফি চৌধুরী-কে দলনেতা ও মো. ইমতিয়াজ আহম্মেদকে উপ-দলনেতা-১ এবং বিবি রহিমাকে উপ-দলনেতা-২ করে ১৫ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কমিটির অনুমোদন দেয়া হয়।
বুধবার (২১ ফেব্রুয়ারী) ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, ইউনিট লেভেল কর্মকর্তা মাহবুবুর রহমান মিলন ও জেলা যুব প্রধান সাদ্দাম হোসেন এ কমিটি অনুমোদন দেন।
কমিটির অন্যান্যরা হলেন. প্রশাসন সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান মো. রাসেল উপ-প্রধান হাফসা আক্তার, প্রশিক্ষণ ও সহশিক্ষা বিভাগীয় প্রধান মো. মিরাজ উপ-প্রধান মিনহাজ উদ্দিন জুম্মান, আইসিটি মিডিয়া ও যোগাযোগ বিভাগীয় প্রধান মো. বাহাউদ্দিন উপ-প্রধান তাসফিন আহম্মেদ, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো. আশরাফ উপ-প্রধান উম্মে হাবিবা, স্বাস্থ্য বিভাগীয় প্রধান সাবিকুন নাহার ইভা, উপ-প্রধান মো. মাহফুজ, তহবিল সংগ্রহ বিভাগীয় প্রধান আলি আজম নিসাদ, উপ-প্রধান মো. নিরবকে দায়িত্ব দেয়া হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান