দৌলতখানে জাতীয় শোক দিবসে বিএনপি নেতা কর্তিক ডাক্তার লাঞ্ছিত

 

 

দৌলতখান (ভোলা)প্রতিনিধি

ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্যকম্পেলেক্র এ জাতীয় শোক দিবসে উপজেলা বিএনপি সাবেক সম্পাদক ও চরপাতা ইউপি সাবেক চেয়ারম্যান বর্তমান উপজেলা বিএনপি সহ- সভাপতি নাজিম উদ্দিন হাওলাদার কর্তৃক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরুল ওয়ারা ছালে সিফাত লান্চিত হয়েছেন। ১৫ আগষ্ট সকাল ১১ টায় বহির বিভাগে ডাঃ রুমে গিয়ে স্লিপ কাগজে পছন্দ মত ঔষধ লিখে দিতে বলেন। ডাক্তার সিফাত তাকে টিকিট কেটে আনার অনুরোধ করেন, টিকিট ছাড়া হাসপাতালের ফার্মেসি থেকে ঔষধ দেওয়া জাবেনা বলে জানান। টিকিট আনার কথা বলাতে রেগে জান নাজিম উদ্দিন। তিনি উচ্চস্বরে ডাঃ কে শাসাতে থাকেন , দেখে নেওয়ার হুমকি দেন। এতে করে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রুগি ও তাদের স্বজন দের মধ্যে আতংক সৃষ্টি হয়।তিনি ডঃ এর দিকে তেরে আসেন। তার চিৎকার চেচামেচিতে অন্য আন্য রুমের ডাঃ গন বেরিয়ে এসে প্রতিবাদ জানান।সবার সামনেই তিনি ডাঃ সিফাতকে দেখে নেওয়ার হুমকি দেন পুনরায়। সকল স্টাপরা একএিত হলে হাসপাতাল ত্যাগ করেন বিএনপি নেতা। উপজেলা স্বাস্থ্যওপঃপঃ কর্মকর্তা ডাঃ আনিছুর রহমান বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের অবহিত করেন। পড়ে ডাঃ সিফাত দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান জানান অভিযোগ পাওয়ার পড় ঘটনা স্থল পরিদর্শন করেছি প্রয়জনিয় আইন গত ব্যবস্থা নেওয়া হবে। সাধারন মানুষ বলছেন ১৫ আগষ্ট জাতিয় শোক দিবসে কর্তব্যরত একজন চিকিৎসকের সাথে বিএনপি নেতার এমন আচরন নিন্দনিয় ও রাষ্টের জন্য হুমকি। তারা অভিযুক্তের বিচারের দাবি জানিয়েছেন।

দৌলতখান( ভোলা)

SHARE