মোঃইমরান হুসাইন মুন্না:-
ভোলা জেলার চরফ্যাসন উপজেলার দক্ষিণে সমুদ্র মোহনায় জেগে থাকা বিছিন্ন ঢালচর ইউনিয়ন। যেখানে প্রতিনিয়ত জলবায়ুর পরিবর্তন আর মেঘনার করাল গ্রাসে সর্বস্ব হারিয়ে প্রতিবছর উদ্বাস্তু হচ্ছেন নদীপারের হাজার হাজার মানুষ।ক্ষতবিক্ষত হয়ে পড়েছে উপকূলীয় দ্বীপ ইউনিয়ন ঢালচর। এখনকার মানুষ সরকারের সকল সুযোগ সুবিধা থেকেই যেন বঞ্চিত। বিছিন্নতার কারনে এখানে শিশুরাও ভালো নেই। দুর্গম এলাকা হওয়ায় এখানকার অভিভাবকরা নিরাপত্তা হীনতার কারনে শিশুদের অল্প বয়সে বাল্যবিবাহ,শিশু শ্রম,শিশু নিয়োজিত, নিযার্তন এর স্বীকার,স্কুল থেকে ঝড়ে পড়া,নিরাপদ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই শিশুদের ভবিষ্যৎ কথা চিন্তা করে দুর্গম ঢালচরের দুভোর্গের কথা শুনতে গেলেন জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ একটি প্রতিনিধি দল।