দীর্ঘ ১৩ বছর পর ভোলা বারে বিদায় সংবর্ধণা

নিউজ ডেস্কঃ

ভোলা নিউজ-১৯.০৪.১৮

দীর্ঘ ১৩ বছর পর ভোলা বার বিদায় সংবর্ধণা দিলো চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আখতারুজ্জামান কে। আজ ১৯ এপ্রিল বিকাল ৩ টায় ভোলা আইনজীবী সমিতির দক্ষণ বারে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ভোলা বারের সভাপতি ওবায়েদুর রহমান শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ ফেরদৌস আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জজ মোঃ এনামুল হক, অতিরিক্ত চীফ জুডিঃ ম্যাজিঃ শরীফ মোঃ সানাউল্লাহ্, যুগ্ম জেলা জজ হাবীবা মন্ডল, সিনিয়র জুডিঃ ম্যাজিঃ মোঃ হুমায়ূন কবীর ও মোঃ সাইফুল আলম, সিনিয়র সহকারী জজ মোঃ কামাল হোসেন। এসময় বিদায় অতিথির উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য রাখেন ভোলা বারের সিনিয়র আইনজীবী সাবেগ সভাপতি ও পি পি মোঃমোজাম্মেল হক, বর্তমান পিপি মোশারেফ হোসেন লাবু, সিনিয়র আইনজীবী রাধে শ্যাম দত্ত সহ সিনিয়র আইনজীবীরা। সর্বশেষ সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সদ্য জেলা জজ পদে পদোন্নতি পাওয়া সাবেক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আখতারুজ্জামান। বিদায়ী অতিথি তার বক্তব্যে বলেন, ভোলার মানুষ অত্যন্ত মায়াবী এবং অতিথিপরায়ন। যার জন্য ভোলায় আশার সময় নদীর ভয়ে কাঁদলেও যাওয়ার সময় আবেগে কান্না চলে আসছে। ভোলা বার আমাকে যে সম্মান দেখিয়েছেন আমি যেন পরবর্তি কর্মস্তলে সে সুনাম ধরে রাখতে পারি তার জন্য সকলের দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন বিদায়ী অতিথি। পুরো অনুষ্টানটি সঞ্চালনা করেন ভোলা বারের সাধারণ সম্পাদক নূরে আলম নুরনবী। উল্লেখ্য আইনজীবী সমিতির নিয়ম অনুযায়ী বারের সকল সদস্যের সম্মতিতে এ বিদায়ী সভা অনুষ্ঠিত হয়, একজন সদস্য ভেটো দিলেই বিদায়ী সম্বোর্ধনা অনুষ্ঠিত হয়না বিধায়ই দীর্ঘ ১৩ বছর পর আবার এই বিদায়ী সম্বোর্ধনা পেলো মোঃ আখতারুজ্জামান।

SHARE