দীর্ঘদিন পর দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী

ইসলাম ডেস্ক।।

দীর্ঘদিন পর দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তার বহনকারী বিমানটি বিমানবন্দরে অবতরণ করে। তিনি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন। আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, আলহামদুলিল্লাহ, সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দোয়ার আবেদন।
এর আগে, ৬ আগস্ট তিনি জানান, শিগগিরই দেশে ফিরবেন। ওই সময় তিনি ভিডিও বার্তায় বলেন, অনেকে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরবো। দ্রুত দেশে ফিরবো, আপনাদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। আজহারী দীর্ঘ ভিডিও বার্তায় শহীদদের শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাম্প্রতিক ঘটনাবলী আমাদের সচেতন হতে বলে। তিনি বলেন, আমাদের নিজেদের প্রকৃত অবস্থাকে ভুলে যাওয়া উচিত নয়। যে কোন অত্যাচার দীর্ঘস্থায়ী নয়। নতুন সরকারের যারা আসবেন, তাদেরকেও এই বিষয়টি মনে রাখতে হবে এবং অত্যাচার পরিহার করতে হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE