তোফায়েল আহমেদের নির্দেশে খাদ্য সামগ্রী নিয়ে আসাদ জুম্মান জনগণের পাশে

বিশেষ প্রতিনিধি#
ভোলায় করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ পক্ষ থেকে অসহায় গরীব হতদারিদ্রদের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেন ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আসাদ হোসেন জুম্মান।

শুক্রবার বিকালে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর দিক নির্দেশনায় ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডের ৭৫০ টি অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রি বিতরন করা হয়।

এসময় প্রত্যেককে ১৫ কেজি চাল,৫ কেজি আলু,পেয়াজ-১ কেজি,সাবান-১ টি, তৈল ১ লিটার বিতরন করা হয়। ভোলা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আসাদ হোসেন জুম্মান জানায়, সারাদেশ এ অসহায় দুস্থ গরীব মানুষের মাঝে এান-সাহায্য প্রদান করা হচ্ছে।

এরই অংশ হিসেবে ভোলার গন-মানুষের নেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এর নির্দেশে সমগ্র ভোলা জেলায় এান সামগ্রি প্রদান করা হচ্ছে অসহায় মানুষের মাঝে ।

তিনি আরও বলেন, আমি সব সময় দরিদ্র মানুষের পাশে রয়েছি। আমার এলাকরা কেউ যেন খাবারে অভাবে না খেয়ে থাকেন তার জন্য নিজে বাড়ী বাড়ী গিয়ে কর্মহীন দরিদ্র মানুষের কাছে নিজে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি। সামনের দিনগুলে আরো প্রয়োজন হলে আরো খাবার সামগ্রী বিতরন করা হবে বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন ভোলা পৌর আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব আলী (আবু মিয়া) থানা আওয়ামীলীগ এর কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর তালুকদার ,শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ এর নেতা-কর্মীরা ।

SHARE