তৈল মারা চামুচরা বেশি দিন মনে রাখেনা স্যার- মনিরুল ইসলাম

 

ভোলা নিউজ প্রতিবেদন।।   ভোলার সাবেক জেলা জজ ফেরদৌস আহমেদকে নিয়ে একটি সময় উপযোগী লেখা দিয়েছেন সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম। লেখাটি ভোলায় যোগদান করা অন্যদের জন ভালো একটি মেসেজ হওয়ায় ভোলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো……  আপনি যখন ভোলায় যোগদান করলেন, লঞ্চঘাটে অর্ধেক রাত থেকে কত দুর্নিতিবাজদের আপনার জন্য ফুল নিয়ে অপেক্ষা, দিনের বেলায় অফিসে আসার পর কত নাম সর্বস্ব সংঘঠনের নেতা কর্মীদের তৈলের বোতল নিয়ে আপনার খাস কামরায় সরব উপস্থিতি। কত চামুচরা আপনার ছবি ফেইসবুকে দিয়ে এফবি র পুরো টাইমলাইন ভরে রাখতেন। আজ তারা কোথায় স্যার? মনে পরে আপনি যখন ভোলা থেকে চলে যান তখন ওই সুবাধাভোগী তেলবাজদের একজনকে ও আপনি কাছে পাননি। কাছে পাননি ভোলায় যাদের কথায় বিচারে অন্যায় করেছেন তাদের কাউকে ই। আর যখন দুনিয়া ছেড়ে চলে গেছেন তখন তো কত তৈলমারা চামুচরা আপনার আমলনামা নিয়ে কথা বলতে চেয়েছেন। আপনার কর্মজীবন যেমনই হোক, সর্বোপরি আপনি আমাদের ভোলার মানুষকে ভালোবাসা একজন হাস্যজ্জোল দায়িত্বপরায়ণ বিচারক ছিলেন। ভোলা থেকে চলে যাবার পরে রাজধানীর ব্যাস্ততম একটি পরিবারিক অনুষ্ঠানে আপনার সাথে দেখা হয়েছে, প্রানবন্ত কথা হয়েছে। জানতে চেয়েছেন ভোলার বিচার ব্যাবস্থা কেমন চলছে। ভোলা থেকে চলে গিয়েও ভোলাকে না ভুলতে পারা হাস্যজ্জোল শিশুসুলভ সেই মানুষটির আজ জন্মদিন। জান্নাতে ভালো থাকুন প্রিয় ফেরদৌস স্যার ;জন্মদিনে এই দোয়াই রইলো আপনার জন্য।

SHARE